নরসিংদী জেলার পাইকারচর ইউনিয়নের একমাত্র মাধ্যমিক বিদ্যালয় বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়। এ বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার ইতিহাস খুব প্রাচীন ও গৌরবময়। তৎকালীন সবচেয়ে শিক্ষিত ও সমৃদ্ধ ইউনিয়ন হচ্ছে পাইকারচর। আশে- পাশের ৫/৬ কি.মি. ব্যাসার্ধ্যের মধ্যে সকল গ্রামের মানুষের শিক্ষা লাভের একমাত্র প্রতিষ্ঠান ছিল এ বিদ্যাপীঠ। বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার প্রয়াত কালী মোহন সাহা। তাঁর পিতা জমিদার প্রয়াত নবীন চন্দ্র সাহার নামে বিদ্যালয়টি ১৯১৯ সালে প্রতিষ্ঠা করেন । প্রতিষ্ঠাকালীন সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শতীশ চন্দ্র সেন। পরিচালনা পরিষদের সম্মানিত সভাপতি ছিলে কাশী গুপ্ত। সদস্যবৃন্দ ছিলেন হরেন্দ্রনাথ চক্রবর্তী, যামিনী কান্ত চক্রবর্তী, কুমুদ্বন্ধু চক্রবর্তী, রাজেন্দ্র চন্দ্ৰ দাস, রমিজউদ্দিন খন্দকার, কালী মোহন সাহা, ব্রজেন্দ্র কুমার সাহা, আম্বর আলী খলিফা। বিদ্যালয়ের জমি দাতা শ্রী মদন মোহন সাহা এবং শ্রী কালী মোহন সাহা ছিলেন শিক্ষানুরাগী। শিক্ষা ব্যবস্থা বিস্তারে তাঁদের প্রয়াস ছিল অপরিসীম। স্বাধীনতা সংগ্রামের পর বালাপুর গ্রামের বাসিন্দা শিক্ষানুরাগী মরহুম আবুল কাসেম মাস্টার সাহেবের আন্তরিক প্রচেষ্টায় প্রাথমিক বিদ্যালয়সহ অত্র বিদ্যালয়ের কার্যক্রম সুনামের সাথে আজ অবধি অব্যাহত আছে।